Monday , October 14 2019
Home / bangladesh / নতুন চমক অক্ষয়ের | বিনোদন

নতুন চমক অক্ষয়ের | বিনোদনবলিউড তারকাদের নিজেকে দর্শকদের সামনে একেক সময় একেকভাবে উপস্থাপন নতুন কিছু নয়। নতুন সিনেমায় নতুন সাজে হাজির হন তারা। এবার এমনই এক ভিন্ন লুকে দেখা গেল অভিনেতা অক্ষয় কুমারকে। ভাইরাল তার এই লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই তা ভাইরাল!

ছবিটিতে তাকে দেখা যায়, পরনে লাল শাড়ি, কালো ব্লাউজ, কপালে টিপ, গলায় রয়েছে হার, কানে ছোট দুল, নাকে নাকছাবি। তাকে এমন অবতারে দেখে চমকে গিয়েছেন অনেকেই। পূজোর আগে এটা অক্ষয়ের বড় চমক বলে মনে করছেন সবাই। বৃহস্পতিবার ছবিটি টুইট করে অক্ষয় লেখেন, ‘নবরাত্রি মানেই অন্তরের দেবীকে শ্রদ্ধা জানানো এবং উত্সব, উত্সব শুভ অনুষ্ঠানে লক্ষ্মীরূপে আমার লুক’ ’জানান, জানান চরিত্র নিয়ে তিনি উত্তেজিত ও ও আছেন আছেন।

গত কয়েকদিন ধরে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানীর ‘লক্ষ্মী’ ’সিনেমার শুটিং নিয়ে জোর চলছে বলিউডে। কাঞ্চনা হরর সিনেমা ‘কাঞ্চনা: মুনি ২’র রিমেক হলো লক্ষ্মী বম্ব। আর সেই সিনেমারই একটি স্টিল ছবি টুইট করেন অক্ষয়।

ইত্তেফাক / এসআর


Source link